হোম ডেলিভারি পলিসি:
ঢাকা শহরে আমাদের নিজস্ব হোম ডেলিভারি সুবিধা রয়েছে। হোম ডেলিভারি চার্জ মাএ ৫০/ টাকা।
কুরিয়ার পলিসি:
ঢাকা শহর ব্যতিত যেখানে রকমারি ফুড এর নিজস্ব হোম ডেলিভারি সার্ভিস চালু নেই সেখানে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়
কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ক্ষেত্রে নিম্মোক্ত শর্ত সমূহ প্রযোজ্য হবে -
* কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ক্ষেত্রে কুরিয়ার চার্জ সহ পণ্যের সম্পূর্ণ দাম পূর্বেই বিকাশ বা নগদ বা কার্ড এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
* সর্বনিম্ন কুরিয়ার চার্জ ১৫০/ টাকা এবং কুরিয়ার সার্ভিস কর্তৃক নির্ধারিত ফি বা চার্জ ব্যতীত অন্য কোন ফি বা চার্জ নেওয়া হয় না।
* কুরিয়ারে পণ্য বুকিং এর পর ২-৩ দিন সময় লাগতে পারে।
* সুন্দরবন, এ জে আর,এস এ পরিবহন, ইউ এস বি, রেড এক্স, করতোয়া পরিবহনের মাধ্যমে আমরা পণ্য বুকিং করে থাকি।
* সুন্দরবন পরিবহনে কাঁচের জারের পণ্য বুক করা যাবে না।
* কুরিয়ারের মাধ্যমে পচনশীল পণ্য পাঠানো যাবে না।